হোম > সারা দেশ > হবিগঞ্জ

উৎপাদনে এসেছে বিবিয়ানার ৫টি গ্যাসকূপ, কমতে পারে ভোগান্তি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হঠাৎ বন্ধ হয়ে যাওয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্রের আরও একটি গ্যাসকূপ উৎপাদনে এসেছে। ফলে বন্ধ থাকা ৬টি কূপের মধ্যে এখন ৫টিতে গ্যাস উৎপাদন করা হচ্ছে। আশা করা হচ্ছে, দু-এক দিনের মধ্যে গ্যাসের ভোগান্তি কমে আসবে। 

জানা যায়, গত রোববার সকালে হঠাৎ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসতে থাকে। তাই জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে ওই দিন দুপুর থেকে গ্যাসের সংকট দেখা দেয়। আকস্মিকভাবে গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপ সচল করতে কাজ শুরু করেন অভিজ্ঞ প্রকৌশলীরা। 

এরপর গত সোমবার একটি এবং মঙ্গলবার আরও তিনটি কূপ উৎপাদনে আসে। আজ আরও একটি কূপ উৎপাদনে এসেছে। বিবিয়ানায় মোট কূপের সংখ্যা ২৬। 

আজ বৃহস্পতিবার দুপুরে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান পাঁচটি কূপ চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাসক্ষেত্র তাদের সম্পূর্ণ কার্যক্রম শুরু করেছে। ছয়টি ক্ষতিগ্রস্ত কূপের মধ্যে পাঁচটি থেকে এখন গ্যাস উৎপাদন করা হচ্ছে। 

শেখ জাহিদুর রহমান আরও বলেন, গত রোববার দুটি প্রসেস ট্রেন ও কূপগুলো বন্ধ হওয়ার পর একে একে আবার তা চালু করা হচ্ছে। ৬ নম্বর কূপটি এখনো বন্ধ রয়েছে। হঠাৎ করে গ্যাস উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হওয়ার কারণ তদন্ত করা হচ্ছে। 

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা