হোম > সারা দেশ > হবিগঞ্জ

স্কুলে যেতে পারেনি মাধবপুরের সাড়ে ৪ হাজার খুদে শিক্ষার্থী

প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

সরকারি নির্দেশনা থাকার কারণে হবিগঞ্জের মাধবপুরে সাড়ে ৪ হাজার খুদে শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারেনি। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর আজ রোববার তাদের স্কুলে আসার কথা ছিল। কিন্তু তারা প্রাক-প্রাথমিক শ্রেণি শিক্ষার্থী হওয়ায় বিদ্যালয়ে আসতে দেওয়া হয়নি। 

জানা যায়, করোনাভাইরাসের কারণে সারা দেশের ন্যায় মাধবপুরে ১৪৯টি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ ছিল। প্রতিটি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের ৩০ জন শিক্ষার্থী রয়েছে। সে অনুযায়ী মাধবপুরে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী রয়েছে মোট ৪ হাজার ৪৭০ জন। আজ তাদের প্রথম বিদ্যালয়ে আসার কথা ছিল। তাই তাদের জন্য শ্রেণির কক্ষে খেলাধুলা সামগ্রী দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। কিন্তু প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা নিয়ে নিষেধাজ্ঞা থাকার তারা স্কুলে যাতে পারেনি। 

মাধবপুর উপজেলার মীরনগর সরকারি কালিকাপুর দরিদ্র কল্যাণ সংস্থার পরিদর্শক সাইফুর রহমান রাসেল বলেন, মাধবপুরে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম নতুন চালু হয়েছে। তারা অনেক ছোট তাই ঝুঁকি নিয়ে তাদের বিদ্যালয়ে না আসাই উত্তম। 

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মাহমুদুল হাসান রনি বলেন, শিশুরা বিদ্যালয়ের প্রাণ। দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় শিক্ষাঙ্গনগুলো আবার মুখরিত হয়ে উঠেছে। আর প্রাক-প্রাথমিক শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় বিদ্যালয়ে। কিন্তু তারা অনেক ছোট হওয়ায় স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে আপাতত তাদের বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষকেরা মোবাইলে যোগাযোগ করে ও হোম ভিজিটের মাধ্যমে তাদের পড়াশোনার তত্ত্বাবধান করা হচ্ছে। 
 
এ বিষয়ে মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এ সময় শিক্ষকেরা তাদের বাড়িতে গিয়ে পড়াশোনার খোঁজখবর রাখবেন। করোনা পরিস্থিতি ঠিক হলে তাদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা হবে।  

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার