হোম > সারা দেশ > হবিগঞ্জ

নবীগঞ্জে কলেজছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে যুবকের ১ বছর কারাদণ্ড

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম নুরুল আমিন (২১)। তিনি গজনাইপুর ইউনিয়নের কায়স্থ গ্রামের আব্দুল মৃত আব্দুল কাইয়ুমের ছেলে। 

স্থানীয়রা বলছে, উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন নুরুল আমিন। এ ঘটনায় বখাটে নুরুল আমিনকে আটক কলেজে নিয়ে যায় স্থানীয় লোকজন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় দায়ে বখাটে নুরুল আমিনকে এক বছরের কারাদণ্ড দেন। 

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার জানান, ওই শিক্ষার্থীকে উত্ত্যক্তের বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০