হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম নুরুল আমিন (২১)। তিনি গজনাইপুর ইউনিয়নের কায়স্থ গ্রামের আব্দুল মৃত আব্দুল কাইয়ুমের ছেলে।
স্থানীয়রা বলছে, উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজের একাদশ শ্রেণির ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন নুরুল আমিন। এ ঘটনায় বখাটে নুরুল আমিনকে আটক কলেজে নিয়ে যায় স্থানীয় লোকজন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় দায়ে বখাটে নুরুল আমিনকে এক বছরের কারাদণ্ড দেন।
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান শাহরীয়ার জানান, ওই শিক্ষার্থীকে উত্ত্যক্তের বিষয়টি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।