হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আব্দুল মালেক (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
নিহত আব্দুল মালেক শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখোলা গ্রামের শুকুর আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।