হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে সার্জন ছাড়া অপারেশন করার দায়ে হাসপাতাল মালিককে কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে অ্যানেশথেশিয়া চিকিৎসক ও সার্জন ছাড়া অপারেশন করার দায়ে দ্যা জাপান-বাংলাদেশ নামের একটি বেসরকারি হাসপাতালের মালিক আরিফুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় অভিযান টের পেয়ে অপারেশন থিয়েটারের সিজারিয়ান রোগী রেখে পালিয়ে যান চিকিৎসকেরা। 

পুলিশ জানায়, একজন রোগীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে সিভিল সার্জন ডা. নুরুল হক হাসপাতালে গিয়ে দেখতে পান অপারেশন থিয়েটারে সিজার চলছে। তবে কোনো অ্যানেশথেশিয়া চিকিৎসক ও বিশেষজ্ঞ সার্জন নেই। এরপর তিনি বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করলে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালে অভিযান চালায়। 

ভ্রাম্যমাণ আদালত দেখে অপারেশন থিয়েটারে সিজারিয়ান রোগী রেখে পালিয়ে যান চিকিৎসক ডা. কাসমিরা জাহান ও ডা. জাহিদুর রহমান। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা পাল হাসপাতালের মালিক আরিফুল হককে ৬ মাসের কারাদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। 

এ বিষয়ে সিভিল সার্জন ডা. নুরুল হক আজকের পত্রিকাকে জানান, হাসপাতালের নিজস্ব কোনো চিকিৎসক ও নার্স নেই। এ ছাড়া লাইসেন্সও নবায়ন করা হয়নি। এতে সিভিল সার্জন বাদী হয়ে হাসপাতালের মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেছেন। পলাতক চিকিৎসকের বিরুদ্ধে তদন্তপূর্বক করে ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত