হোম > সারা দেশ > হবিগঞ্জ

বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপায় সেনাসদস্যের মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শীতকালীন মহড়ায় বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপা পড়ে সাজ্জাদুল ইসলাম (২৫) নামের সেনাবাহিনীর এক সৈনিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নে সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ার ইউনিটে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শীতকালীন মহড়ায় গজনাইপুর ইউনিয়নে আসে সেনাবাহিনীর কয়েকটি ইউনিট। বৃহস্পতিবার সন্ধ্যায় ২১ ইঞ্জিনিয়ার ইউনিটের সৈনিক সাজ্জাদুল ইসলাম বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপায় গুরুতর আহত হন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা সামিন বলেন, সাজ্জাদুল ইসলাম নামে একজন সেনাসদস্যকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আসেন এবং সাড়ে ৯টার দিকে মরদেহ নিয়ে চলে যান। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, শীতকালীন মহড়ায় আসা সেনাবাহিনীর একটি ক্যাম্পের এক সৈনিক বাঙ্কার খুঁড়তে গিয়ে মাটিচাপায় গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা