হোম > সারা দেশ > হবিগঞ্জ

লকডাউন অমান্য করায় শায়েস্তাগঞ্জের ২৬ জনকে জরিমানা

প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় সরকারি বিধিনিষেধ লঙ্ঘন করায় ২৬ জন কে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার (৪ জুলাই) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর, পুরানবাজার ও নতুনব্রীজ এলাকায় এসব জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় যথাযথ সরকারি বিধিনিষেধ অনুসরণ না করায় `সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮' এর ২৫ (২) ধারা, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১), ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ২৬টি মামলায করা হয় এবং জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মিনহাজুল ইসলাম। 

মো. মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা গুনতে হবে। স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের কোন ছাড় দেওয়া হবে না।

এ ছাড়া অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী ও র‍্যাবের একটি দল। 

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার