হোম > সারা দেশ > হবিগঞ্জ

পিকআপ চাপায় র‍্যাব সদস্য নিহত, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাহিনীর আরেক সদস্য। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ চৌধুরী পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত র‍্যাব সদস্যের নাম মাহমুদ হাসান (৩০) এবং আহতের নাম সাখাওয়াত হোসেন (২৭)। তাঁরা দুজনই হবিগঞ্জ ক্যাম্পে কর্মরত। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. সালেহ আহমেদ জানান, মাহমুদ ও সাখাওয়াত শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্ট থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। চৌধুরী পেট্রল পাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক মাহমুদ হাসানকে মৃত ঘোষণা করেন। 

আশঙ্কাজনক অবস্থায় সাখাওয়াত হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি জানান, ঘটনার পরপরই পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার