হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে হামলা, যুবক নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শিপন মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় নিহতের ভাই ও চাচা আহত হন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর ইউনিয়নের ভবের বাজার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শিপন মিয়া (৩০) সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত হুশিয়ার মিয়ার ছেলে। আহতরা হলেন, নিহত শিপনের ভাই খুঁটি মিয়া ও তার চাচা জীবন মিয়া।

আহতের বরাত দিয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের হুঁশিয়ার মিয়ার ছেলে শিপন মিয়া ও খুঁটি মিয়ার সঙ্গে পশ্চিম তিমিরপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল মিয়া, চরগাঁও গ্রামের শেখ আবিদের ছেলে শেখ সুমন মিয়াসহ সাত-আটজনের বিরোধ চলে আসছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের ভবেরবাজার থেকে বাড়ি ফিরছিলেন শিপন মিয়া, খুঁটি মিয়া ও তার চাচা জীবন মিয়া। ভবেরবাজার ব্রিজের কাছে পৌঁছাতেই রুবেল, সুমনসহ সাত-আটজন শিপন, খুঁটি ও জীবনের ওপর হামলা চালায়। এতে তাঁরা আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে রুবেল মিয়ার বাড়িতে হামলা চালায় নিহত শিপনের স্বজনেরা। এ সময় বাড়িঘর ভাঙচুর করা হয়।

নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার