হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এনামুল হাসান সাকিবকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা

বিগঞ্জ শহরের চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এনামুল হাসান সাকিবকে (২৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এনামুল হাসান সাকিব হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

সেনাবাহিনীর হবিগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, এনামুল হাসান সাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সংগঠন থেকে পদত্যাগ করেন তিনি। শহরের আলোচিত ছাত্রনেতা মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে হবিগঞ্জ সদর মডেল থানায় মাহাদী হাসানের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় এনামুল হাসান সাকিবের নাম প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন । তিনি জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর সেনাবাহিনীর সহযোগিতায় সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক