হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে আ.লীগ নেতা মুকুল কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

ইমদাদুর রহমান মুকুল।

বৈষম্যবিরোধীদের ওপর হামলা মামলায় হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা ইমদাদুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মুকুল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, আজ বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় আহত হাফিজুর রহমান বাদী হয়ে গত ৯ জানুয়ারি সদর মডেল থানায় ৬৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল এজাহারনামীয় আসামি না হলেও তদন্তে তিনি ঘটনায় জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। তাই ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তিনি শহরের বেবিস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক