হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার গোপায়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম নাসিম শেখ (৩১)। তিনি গোপালগঞ্জ জেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের শেখ আলমগীরের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে নাসিম শেখ স্থানীয় এক গৃহবধূর ঘরে প্রবেশ করে। তখন ওই গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁকে আটক করে পিটিয়ে হত্যা করে। ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে এবং হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা ও পিবিআই পুলিশের মাধ্যমে তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা লাশ নেওয়ার জন্য গোপালগঞ্জ থেকে রওনা দিয়েছেন।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার