হোম > সারা দেশ > হবিগঞ্জ

বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত 

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক মিনহাজ উদ্দিন কাপ্তান নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ উদ্দিন কাপ্তান বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বাঘ মহল্লার মৃত মোবারক আলীর ছেলে। তাঁর এক সন্তান রয়েছে। 

জানা যায়, আড়িয়ামুগুর গ্রামের জলাশয় থেকে প্রতিদিন ভোরে মাছ সংগ্রহ করে মিনহাজ উদ্দিন মাছের আড়তে নিয়ে যেত। ঘটনার দিন ইজিবাইক নিয়ে মাছ সংগ্রহের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে একা রওনা দেন তিনি। উপজেলার জিলুয়া গ্রামের কাছে পৌঁছালে ইজিবাইকটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। এ সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

খবর পেয়ে বানিয়াচং সার্কেল (এসপি) পলাশ রঞ্জন দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনাস্থলটি বানিয়াচং থানা ও আজমিরীগঞ্জ থানার সীমান্তবর্তী হওয়ায় উভয় থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে ইউপি সদস্য উজ্জ্বল মিয়া বলেন, পাঁচ বোনের একমাত্র ছোট ভাই মিনহাজ উদ্দিন। তাঁর বাবার মৃত্যুর পর পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল মিনহাজ উদ্দিন। তাঁর মৃত্যুতে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাঁদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার