হোম > সারা দেশ > হবিগঞ্জ

সাতছড়ি জাতীয় উদ্যানে খাদ্যসংকট, লোকালয়ে বন্য প্রাণী

সহিবুর রহমান, হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বন্য প্রাণীর খাদ্যসংকট দেখা দিয়েছে। অনেক প্রাণী খাবারের সন্ধানে লোকালয়ে আসছে। বিশেষ করে বানর খাবারের জন্য উদ্যানে ঘুরতে আসা মানুষের কাছে চলে আসছে।

বন্য প্রাণীর খাদ্যসংকটের বিষয়টি নিশ্চিত করেছেন সাতছড়ি ত্রিপুরাপল্লির হেডম্যান চিত্তরঞ্জন বর্মা। তিনি বলেন, ‘বিভিন্ন স্থান থেকে বন্য প্রাণী উদ্ধার করে এখানে ছেড়ে দেওয়া হয়। বন্য প্রাণীর সংখ্যা বৃদ্ধি ও খাদ্যসংকট দেখা দেওয়ায় অনেক প্রাণী লোকালয়ে চলে আসছে।’

হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরতে আসা তোফাজ্জাল হোসেন বলেন, ‘আগে বানর বা অন্য কোনো প্রাণীকে মানুষের এত কাছে আসতে দেখা যায়নি। ঘুরতে আসা মানুষ খাবার কিনে দেয় বানরদের।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, ‘বন্য প্রাণীগুলো বেশির ভাগই গাছে থাকা খাদ্যের ওপর নির্ভরশীল। সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরে অনেক গাছ দুর্বৃত্তরা কেটে নেওয়ায় খাদ্যসংকট দেখা দিয়েছে। তাই খাদ্য আহরণ করতে তারা লোকালয়ে চলে আসছে।’

এ বিষয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বন্য প্রাণীরা শুধু খাদ্যসংকটের জন্য বাইরে আসে না, স্বাভাবিক কারণেও আসে। বর্তমানে শূকর, মায়া হরিণ বেড়ে যাওয়ায় বানর ও অন্য প্রাণীদের মাঝেমধ্যে বাইরে আসতে দেখা যায়।’ 

রেজাউল করিম আরও বলেন, ‘২০২১ সালের জানুয়ারি থেকে অবৈধভাবে প্রাণী শিকারী এবং গাছ চুরি রোধ করায় সাতছড়ি জাতীয় উদ্যানে বন্য প্রাণীর সংখ্যা বেড়েছে।’

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার