হোম > সারা দেশ > হবিগঞ্জ

সৌদিপ্রবাসী দিপু মিয়া হত্যা: ৩৭ আসামি কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি

আদালত থেকে আসামিদের কারাগারে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে সৌদিপ্রবাসী দিপু মিয়া হত্যা মামলায় ৩৭ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দোলোয়ার হোসেনের আদালতে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান।

এই মামলার ৬০ আসামির মধ্যে বর্তমানে ৪৩ জন কারাগারে রয়েছেন। এর আগে র‍্যাব চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন।

মামলা সূত্রে জানা যায়, কালনী গ্রামের পঞ্চায়েত সর্দার কাজী ফরিদ মিয়ার সঙ্গে ইউপি সদস্য লুৎফুর রহমান সাস্তু মিয়ার দীর্ঘদিন থেকে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ২২ জানুয়ারি দুই পক্ষের লোকজনের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। গুরুতর আহত সৌদিফেরত প্রবাসী দিপু মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ভাই কাজী সজলু মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আজ সকালে আদালত চত্বরে নিহত দিপু মিয়ার স্বজনরা মানববন্ধন করেন। তাঁরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা