হোম > সারা দেশ > হবিগঞ্জ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হবিগঞ্জ মহাসড়কে ৩ ওয়াচ টাওয়ার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ওয়াচ টাওয়ার। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তিনটি ওয়াচ টাওয়ার স্থাপন করেছে জেলা পুলিশ। মাধবপুর, অলিপুর ও শায়েস্তাগঞ্জে স্থাপিত এই টাওয়ারগুলো থেকে মহাসড়কে যানবাহনের চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে।

পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর ঘিরে মহাসড়কে যানজট ও অপরাধ প্রবণতা বেড়ে যায়। এই পরিস্থিতি সামাল দিতে এবং দ্রুত ব্যবস্থা নিতে ওয়াচ টাওয়ারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, ওয়াচ টাওয়ারে দায়িত্বরত পুলিশ সদস্যরা যানজটের কারণ ও অপরাধমূলক কার্যকলাপ তাৎক্ষণিকভাবে চিহ্নিত করতে পারবেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নিতে পারবেন।

এ ছাড়া মাইক্রোবাসের চালকদের জরুরি প্রয়োজনে পুলিশের সহায়তা পেতে বিশেষ নম্বর দেওয়া হয়েছে। যেকোনো সমস্যা হলে চালকেরা এই নম্বরে যোগাযোগ করলে পুলিশ দ্রুত সহায়তা করবে। পুলিশের এই উদ্যোগে ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন পুলিশ সুপার।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার