হোম > সারা দেশ > হবিগঞ্জ

ঢাকা-সিলেট মহাসড়কে অপরিকল্পিত নির্মাণে মাধবপুরের কয়েকটি এলাকা প্লাবিত

হবিগঞ্জ প্রতিনিধি

মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর, তেমুনিয়া ও বিশ্বরোড এলাকার এলজিইডির প্রধান সড়ক পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর, তেমুনিয়া ও বিশ্বরোড এলাকার এলজিইডির প্রধান সড়ক পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। ট্রান্সকম কোম্পানির মেইন সড়ক এবং তেমুনিয়া বিশ্বরোড থেকে চুনারুঘাটগামী সড়ক পানিতে ডুবে গেছে।

জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানির প্রবল তোড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ছাড়া আন্দিউড়া ইউনিয়নের কয়েকটি অংশ এবং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর এলাকাও পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কে নতুন নির্মাণকাজে অপরিকল্পিতভাবে মাটি ও বালি ফেলা হচ্ছে, যার ফলে স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে নাজিরপুর, তেমুনিয়া, শ্যামপুর, বিশ্বরোডসহ আশপাশের জনবসতিপূর্ণ এলাকাগুলো চরম ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সমস্যার স্থায়ী সমাধানে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।’

হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

হবিগঞ্জে মধ্যরাতে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে পরিকল্পিত হত্যা

পাচারের অর্থ আনার ক্ষমতা ‘এনজিও-নির্ভর’ সরকারের নেই: রেজা কিবরিয়া

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল পিকআপ ভ্যান, চালক নিহত

হবিগঞ্জে মোবাইল বিক্রি নিয়ে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে বাড়ির পাশের জমি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে ‘হত্যা’

হবিগঞ্জ সদর হাসপাতাল: মাংস বরাদ্দ ১৭০ গ্রাম, রোগীর পাতে যায় মাত্র ৭০ গ্রাম

নির্বাচনে ভালো মানুষ বাছাই না করলে দুর্নীতি বাড়বে: দুদক চেয়ারম্যান

হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

হবিগঞ্জে সওজের দেড় শতক জমি দখলমুক্ত