হোম > সারা দেশ > হবিগঞ্জ

হিরো আলমকে গাড়ি উপহার দেওয়া সেই মখলিছুরের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়া হবিগঞ্জ চুনারুঘাটের সেই এম. মখলিছুর রহমানের বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারসহ হেয়প্রতিপন্ন করার অভিযোগে গত সোমবার মামলাটি দায়ের করেন মোস্তাফিজুর রহমান মর্তুজ নামের এক ব্যক্তি। 

বাদীপক্ষের আইনজীবী কানন আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দাখিল করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করেছেন।’ 

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা আজকের পত্রিকাকে জানান, ‘এখন পর্যন্ত আমার কাছে এ ধরনের কোনো মামলা আসেনি, আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

মামলার বাদী মোস্তাফিজুর রহমান মর্তুজ হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের তরাবত উল্লার ছেলে। অভিযুক্ত এম. মখলিছুর রহমান চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে মৃত আব্দুল জব্বারের ছেলে। 

মামলায় এম. মখলিছুর রহমান ছাড়া অন্য আসামিরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামে আব্দুল কাদির মুন্সির ছেলে শাজাহান মুন্সি (৪৬), মৃত আব্দুস শহিদের ছেলে মো. সাহাব উদ্দিন মুন্সি, মো. সাহাব উদ্দিন মুন্সির ছেলে সাজু চৌধুরী, মৃত আব্দুল লতিফের ছেলে শাহানুর মুন্সি ও মৃত আব্দুল কাদির মুন্সির ছেলে শাহ জামাল মুন্সি। 

মামলার বিবরণে জানা যায়, মো. মোস্তাফিজুর রহমান মর্তুজের মালিকানাধীন মেসার্স মুন্সি ব্রিক্স নামে একটি ইটভাটা রয়েছে। এর অর্ধেক মালিকানা বিক্রি করার জন্য শাজাহান মুন্সির সঙ্গে অ্যাফিডেভিটের মাধ্যমে একটি অঙ্গীকারনামা করা হয়। পরবর্তী সময় মূল্য পরিশোধে ব্যর্থ হলে শাজাহান মুন্সির ছোট ভাই শাহ জামাল মুন্সি নিজে দায়ভার গ্রহণ করে আরেকটি চুক্তি করেন এবং দুটি চেক প্রদান করেন। পরে টাকা পরিশোধ না করে টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে টাকা পরিশোধ করা হবে না, বুঝতে পেরে আদালতে একটি মামলা দায়ের করা হয়। ১০ মে (বুধবার) আসামিদের প্ররোচনায় ফেসবুকে ভিডিও পোস্ট দেন এম. মখলিছুর রহমান। যা অন্য আসামিদের সহযোগিতায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে মামলার বাদী ও তাঁর পরিবারকে বিরক্ত, অপমান ও হেয়প্রতিপন্ন করা হয়।

এ ব্যাপারে মোস্তাফিজুর রহমান মর্তুজ বলেন, ‘শাজাহান মুন্সি ও তাঁর ভাইয়ের কাছে আমি টাকা পাই। যার প্রমাণাদি রয়েছে। কিন্তু টাকা পরিশোধ না করার জন্য মখলিছুর রহমানকে ভাড়া করে এনে তাকে দিয়ে আমাদের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর ভিডিও পোস্ট করা হয়েছে।’ 

মামলা দায়েরের বিষয়টি শুনেছেন জানিয়ে এম. মখলিছুর রহমান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মামলায় ভীত নই। আমাকে আসামি করায় আমার ফেসবুকের ভিউ আরও বাড়বে।’ 

এম. মখলিছুর রহমানের ফেসবুকে দেওয়া সেই ভিডিওতে দেখা যায়, শাজাহান মুন্সি গায়ে কাফনের কাপড় জড়িয়ে মোস্তাফিজুর রহমান মর্তুজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছেন।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার