হোম > সারা দেশ > হবিগঞ্জ

মাধবপুরে নৌকার প্রার্থীসহ ২৩ জনের জামানত বাজেয়াপ্ত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ৩ প্রার্থীসহ ২৩ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নে ৫৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ জনই জামানত হারিয়েছেন।

নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সেই অনুযায়ী জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন-১ নম্বর ধর্মঘর ইউনিয়নের সাইফুর রহমান, ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের সৈয়দ আমানউল্লাহ, ৩ নম্বর বহরা ইউনিয়নের শাহ মো. আল আমিন, ৪ নম্বর আদাঐর ইউনিয়নের মো. আশেক মিয়া, মো. আল আমিন, মামুন মাহমুদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নের আলফাজ আলীর, ৬ নম্বর শাহজাহাপুর ইউনিয়নের আবুল কালাম আজাদ, ৭ নম্বর জগদিশপুর ইউনিয়নের শেখ আব্দুল জলিল ও নাছির উদ্দিন খানের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

৮ নম্বর বুল্লা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো. সামীমুর রহমান, ৯ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের নৌকার প্রার্থী শেখ মোজাহিদ বিন ইসলাম ও একই ইউনিয়নের আজিজুর রহমান এবং সৈয়দ আদেল আহমেদ প্রিন্স জামানত হারিয়েছেন।

১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নে জামানত বাজেয়াপ্ত হয়েছে সবচেয়ে বেশি। ওই ইউনিয়নে জামানত হারানোরা হলেন—একেএম বায়েজিদ বোস্তামী, জিয়াউর রহমান, মো. সানিউর রহমান মানিক, রোকন মিয়া ও মহিবুর রহমান। এ ছাড়া ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. এখলাছ মিয়া ও জাপার কামরুজ্জান জামানত হারিয়েছেন। 

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার