হোম > সারা দেশ > হবিগঞ্জ

প্রতিপক্ষকে ফাঁসাতে নারীকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে এক নারীকে হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—নবীগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আল আমিন, মায়ানগরের ছদর আলী, উত্তমপুরের তাজ উদ্দিন ও ইংল্যান্ডপ্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া। আদালতের বেঞ্চ সহকারী তপন সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির সবাই পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ডিসেম্বর নবীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার মিজানুর রহমানের বাড়ির সীমানাপ্রাচীরের কাছে জ্যোৎস্না বেগম নামের এক নারীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিহত জ্যোৎস্নার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামে।

ঘটনার পর নিহতের ভাই রজব আলী মিজানুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তবে পুলিশের তিন দফা তদন্তে বেরিয়ে আসে, মিজানুরকে ফাঁসানোর জন্য ইংল্যান্ডপ্রবাসী সুফি মিয়া অন্য আসামিদের সঙ্গে মিলে পাঁচ লাখ টাকার বিনিময়ে জ্যোৎস্নাকে হত্যার পরিকল্পনা করেন এবং মামলাটি দায়ের করান।

পরে সিআইডি তদন্ত করে আল আমিন, ছদর আলী, তাজ উদ্দিন, সুফি মিয়াসহ সাতজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। এর আগে ছদর আলী ও তাজ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঘটনার ১১ বছর পর আদালত ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত