হোম > সারা দেশ > হবিগঞ্জ

হাওরে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব (২৮) ও কবিরপুর গ্রামের নীলকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল বৈষ্ণব (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন।

স্থানীয় ইউপি সদস্য মহানন্দ বৈষ্ণব জানান, সকালে গ্রামের জেলেরা নৌকা নিয়ে পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি শুরু হয়। বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

মহানন্দ বৈষ্ণব বলেন, রিপন বৈষ্ণবের আশপাশে অন্য জেলেরা থাকায় সঙ্গে সঙ্গে তাঁর লাশ বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বাবুল বৈষ্ণবের সঙ্গে কেউ না থাকায় তিনি নিখোঁজ ছিলেন। দুপুর ১২টার পরও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁকে হাওরে খুঁজতে যান। একপর্যায়ে হাওরে নৌকার ওপর তাঁর মরদেহ পাওয়া যায়।

মহানন্দ বৈষ্ণব আরও জানান, বানিয়াচং থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ গ্রামে এলেই লাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার