হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৫ 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার মকসুদপুর গ্রামে ধান কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবদুল জলিল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবদুল জলিল ওই গ্রামের মৃত আবদুল করিমের পুত্র।  

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, ওই গ্রামের একটি বোরো ধানের জমি নিয়ে নওয়াজ আলী ও ইউপি সদস্য সবুজ মিয়ার মধ্য বিরোধ চলে আসছিল। এরই জেরে সবুজ মিয়ার লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে ধান কাটতে যান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন আবদুল জলিল। খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

চম্পক ধাম আরও জানান, সংঘর্ষে বর্শার আঘাতে আবদুল জলিল নিহত হয়েছেন। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার