হোম > সারা দেশ > হবিগঞ্জ

মূল্যতালিকা প্রদর্শন না করায় ৪ দোকানকে অর্থদণ্ড

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে সবজি বাজারে নির্ধারিতস্থানে মূল্যতালিকা না থাকায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বিকেলে নবীগঞ্জ শহরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার দ্রব্যাদিসহ সবজির বাজারে বিক্রয়মূল্য নির্ধারণ করে দেয় এবং মূল্যতালিকা নির্ধারিতস্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু মূল্যতালিকা না টানিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও সবজি অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল অসাধু ব্যবসায়ীরা।

আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার নবীগঞ্জ থানার একদল পুলিশের সহযোগিতায় নবীগঞ্জ শহরে অভিযান পরিচালনা করেন।

এ সময় মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন—২০০৯ অনুযায়ী চার হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার বলেন, নিয়মিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ সবজি বাজার মনিটরিং করা হচ্ছে। পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা ও নির্ধারিত মূল্যে সবজি বিক্রির জন্য পরামর্শ নির্দেশ দেওয়া হয়েছে। যদি নির্দেশনা অমান্য করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার