হোম > সারা দেশ > হবিগঞ্জ

শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষের কক্ষে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুনির্মল রায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ শেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় তালা দেন। যদিও অধ্যক্ষ ছুটিতে থাকায় অফিসে কেউ উপস্থিত ছিলেন না। 

শিক্ষার্থীদের অভিযোগ, যোগদানের পর থেকেই অধ্যক্ষ নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। 

শিক্ষার্থীরা বিকেল ৫টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থগিত রাখবে। 

এ বিষয়ে শিক্ষার্থীরা এক প্রেস ব্রিফিংয়ে তাদের দাবির পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। এর আগে গত শনিবার, আট দফা দাবি আদায়ের জন্যও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিলেন। কিন্তু দাবি পূরণ না হওয়ায় ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। আজ মঙ্গলবার সেই আল্টিমেটাম শেষ হওয়ায় শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করেছেন। 

শেখ হাসিনা মেডিকেল কলেজ ২০১৫ সালে অনুমোদন পায়। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৫১ জন শিক্ষার্থী ভর্তি হয়ে এর কার্যক্রম শুরু হয়। তবে এখনো শিক্ষার্থীরা অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষালাভ করছেন, যা জেলা সদর হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থিত।

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর