হোম > সারা দেশ > হবিগঞ্জ

মাধবপুরে স্কুলছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামিদের গ্রেপ্তার দাবি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে স্কুলছাত্রী মাসুমা আক্তারকে আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে আবারও মানববন্ধন করা হবে।’ 

মানববন্ধনে বক্তব্য দেন আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান আতিক, শিক্ষানুরাগী চৌধুরী ফজলে ইমাম সুমন, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম, উবায়েদ উল্লাহ, আবজল মেম্বার, এখলাছ সিরাজী প্রমুখ। 

মাসুমা আক্তার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের মর্তুজ আলীর মেয়ে। সে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

মাসুমার বাবা জানান, ২৪ ফেব্রুয়ারি বিকেলে মাসুমা স্থানীয় কিশোর-কিশোরী ক্লাবে গান শিখতে যায়। এ সময় তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা ও শারীরিক নির্যাতন করেন স্থানীয় কয়েকজন তরুণ। মাসুমা এ অপমান সইতে না পেরে ওই দিন সন্ধ্যায় বিষপান করে আত্মহত্যা করে। এই ঘটনায় তিনি আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আটজনের নামে গত রোববার মাধবপুর থানায় মামলা দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন নয়ন পাঠান (২০), আরমান মিয়া (২০), বিজয় মিয়া (২০), ইমন মিয়া (২৩), আ. হামিদ (৪৮), শাকিল মিয়া (২৪), করিম মিয়া (২৫) ও মনির মিয়া (৩০)। 

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) নির্মল চক্রবর্তী ও মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল করিম (২৫) নামের এক আসামিকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’ 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা

হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

হবিগঞ্জে মধ্যরাতে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে পরিকল্পিত হত্যা