হোম > সারা দেশ > হবিগঞ্জ

নবীগঞ্জে ব্যাংকের ওয়াশরুম থেকে বিপন্ন প্রাণী গন্ধগোকুল উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে বিপন্ন প্রাণী হিসেবে আইইউসিএনের তালিকাভুক্ত প্রাণী গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগ। আজ সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সদরের প্রাইম ব্যাংকের শাখা অফিসের ওয়াশ রুম থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সোমবার সকালে প্রাইম ব্যাংকের নবীগঞ্জ শাখার ওয়াশ রুমে গন্ধগোকুল দেখতে পান ব্যাংকের নিরাপত্তা কর্মীরা। এরপর এটিকে আটক করে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, অফিস সহকারী টিপলু দেব, অনু রঞ্জন অধিকারী গন্ধগোকুল উদ্ধার করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রাইম ব্যাংকের ম্যানেজার চৌধুরী মোহাম্মদ জাফর ইকবাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার প্রমুখ। 

এ প্রসঙ্গে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, ‘গন্ধগোকুল বাংলাদেশের একটি বিপন্ন প্রজাতির প্রাণী। আইইউসিএন এই প্রাণীটিকে বিপন্ন ঘোষণা করেছে। গন্ধগোকুলটির পায়ে আঘাত রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে সাতছড়ি জাতীয় উদ্যানে এটিকে অবমুক্ত করা হবে।’

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার