হোম > সারা দেশ > হবিগঞ্জ

মাধবপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে সাত্তার মিয়া (৩২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যার দিকে মাধবপুর পৌর শহরে মালাকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, সাত্তার আত্মহত্যা করেছেন। 

সাত্তার মিয়া মাধবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মিয়াব আলীর ছেলে। সাত্তারের লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যায় লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

নিহতের বাবা মিয়াব আলী জানান, সাত্তার প্রায় আট বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। দুই বছর ধরে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। মাদক সেবনের টাকা না পেলে বাসার লোকজনকে মারধর ও ভাঙচুর চালাতেন। এক বছর আগে মারধর করে স্ত্রী জ্যোৎস্না বেগমের হাত ভেঙে দেন এবং দুই শিশুছেলেকে মাটিচাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা চালান সাত্তার। অত্যাচার সইতে না পেরে তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর থেকে সাত্তার অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। 

মিয়াব আলী আরও জানান, গতকাল বুধবার বিকেলের দিকে সাত্তার উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকেন। একপর্যায়ে মালাকারপাড়া এলাকায় গিয়ে একটি ধারালো টিনের অংশবিশেষ দিয়ে নিজের গলা কাটতে থাকেন। স্থানীয়রা নিভৃত করতে ব্যর্থ হয়। খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁর হাত থেকে টিনের ধারালো টুকরো উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় সাত্তারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিওয়ার আগেই সাত্তারের মৃত্যু হয় বলে জানান জরুরি বিভাগের চিকিৎসকেরা। 

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সাত্তার মিয়ার লাশ উদ্ধারের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত