হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জের তিশা হত্যাকাণ্ড: যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে তিশা আক্তার (৯) হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সিরাজুল ইসলাম আব্দাল (১৮) নামের এক যুবক। গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দেন। জবানবন্দী নেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার গভীর রাতে তাঁকে আটক করা হয়। 

তিশা হবিগঞ্জ সদরের ছোট বহুলা গ্রামের বাসিন্দা আব্দুর শহিদের মেয়ে। সিরাজুলও একই গ্রামের বাসিন্দা। গত ১০ জানুয়ারি বাড়ির পাশের মাঠে থেকে তিশার মরদেহ উদ্ধার করা হয়। 

আদালতের বরাত দিয়ে হবিগঞ্জ সদর থানার উপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে তিশাদের বাড়ির পাশের মাঠে একাই ক্রিকেট বল নিয়ে খেলছিলেন সিরাজুল ইসলাম আব্দাল। মাঠের পাশ দিয়ে মক্তবে যাচ্ছিল তিশা। এ সময় মাথায় ক্রিকেট বল পড়ায় সিরাজুল ইসলামকে গালাগাল করে সে। এতে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ট্যাম্প দিয়ে তিশার মাথায় আঘাত করেন সিরাজ। ঘটনাস্থলেই মারা যায় তিশা। বিষয়টি বুঝতে পেরেই সিরাজ ভয়ে পালিয়ে যান। তখন মাঠে কেউ ছিল না বলে বিষয়টি কারও চোখে পড়েনি। পরে মাঠেই তিশার মরদেহ পাওয়া যায়। 

এসআই মমিনুল ইসলাম আরও জানান, এ ঘটনায় তিশার মা বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন। মামলার পর তদন্তে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে এ ঘটনার সঙ্গে সিরাজের জড়িত থাকার বিষয়টি ধরা পড়ে। গত শুক্রবার রাত ৩টার দিকে মৌলভীবাজার জেলার রাজনগর থানার প্রেমপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তিশাকে হত্যার কথা স্বীকার করেন।   

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা