হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে পল্লি চিকিৎসক আফজালুর রহমান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে প্রত্যেকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কালিকাপুর গ্রামের সালাউদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের রফিজ উদ্দিন, আজিজুর রহমান ও আক্তার মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।  

বাদী পক্ষের আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা পল্লি চিকিৎসক আফজালুর রহমানের সঙ্গে আসামিদের জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে আসামিরা ২০০৬ সালের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় বাজার থেকে ফেরার পথে ধরা ছড়া ব্রিজ এলাকায় আফজালুরকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে মারা যান আফজালুর রহমান। 

পরদিন ২২ মার্চ নিহতের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা