হোম > সারা দেশ > হবিগঞ্জ

২ হাজার লিটার তেল জব্দ করে ন্যায্যমূল্যে বিক্রি, ক্রেতার ভিড়

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে অবৈধভাবে মজুত করে রাখা ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে উপস্থিত লোকদের মধ্যে বিক্রি করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কয়েক হাজার মানুষ ন্যায্যমূল্যে তেল কেনার জন্য সেখানে ভিড় করেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে চুনারুঘাট মধ্য বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তেল জব্দ করে উপস্থিত লোকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি শুরু করলে সেখানে কয়েক হাজার মানুষ জড়ো হন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপস্থিত লোকদের মধ্যে তেল বিক্রি করা হয়। মজুত তেল শেষ হয়ে যাওয়ার পর অনেক মানুষ সেখান থেকে ফিরে যান। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল বলেন, নিবারণ স্টোর নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে ৫ লিটার, ২ লিটার ও ১ লিটার বোতলের প্রায় ২ হাজার লিটার তেল মজুত পাওয়া যায়। খবর পেয়ে সেখানে কয়েক হাজার মানুষ ভিড় করলে জব্দ তেল ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়। 

ম্যাজিস্ট্রেট আরও বলেন, দোকানের মালিক এসব তেল আগের মূল্যে কিনে রাখলেও নতুন বর্ধিত দামে বিক্রির জন্য মজুত করে রেখেছিলেন। ভবিষ্যতে এমন দুর্নীতি না করার জন্যও তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা

হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

হবিগঞ্জে মধ্যরাতে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে পরিকল্পিত হত্যা