হোম > সারা দেশ > হবিগঞ্জ

বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শাহজীবাজারে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণ এসেছে। আজ রোববার বেলা দেড়টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার মনতোষ মল্লিক বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। যেহেতু বিদ্যুৎ থেকে আগুন লেগেছিল, তাই পানি দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এ জন্য আমরা একধরনের ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করেছি। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান বলেন, এখানে দুটি ট্রান্সফরমার আছে। তার মধ্যে একটিতে আগুন ধরে যায়। আপাতত দুটি ট্রান্সফরমার থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে অপর ইউনিট চালু করা হবে। তবে কতক্ষণ লাগবে তা এখনই বলা যাচ্ছে না। 

শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (অপারেশন) কাজী আসাদুল্লা আল গালিব বলেন, শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। এখন বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। উৎপাদন স্বাভাবিক হলে একটি ট্রান্সফরমার থেকে জাতীয় গ্রিডে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। 

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মইনুল হোসেন মঈন বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপককে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক