হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে দুই শিশুর মরদেহ নদীতে ভাসানোর ঘটনায় পঞ্চায়েত নেতাদের শাস্তির দাবি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের পঞ্চায়েত নেতাদের চাপে দুই শিশুর মরদেহ নদীতে ভাসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে হবিগঞ্জ সচেতন নাগরিক কমিটি। 

মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চায়েত কমিটির নামে গ্রাম্য মাতব্বরেরা সমাহিত দুই শিশুর মরদেহ তুলে নদে ভাসিয়ে দিতে বাধ্য করেছে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এ ধরনের একটি জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করায় সবাই বিস্মিত হয়েছি। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকার প্রতি প্রশ্ন তুলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। না হয় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা। 

সংগঠনের আহ্বায়ক চৌধুরী মিসবাহুল বারী লিটন এতে সভাপতিত্ব করেন। সদস্যসচিব এসএম ফরহাদ আহমেদ চৌধুরী ও অ্যাডভোকেট প্রতীম গোপ এতে পরিচালনা করেন। 

এতে বক্তব্য দেন আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মুরলি ধর দাস, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি অ্যাডভোকেট রণধীর দাশ, বাসদের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, জেলা ন্যাপের সহসভাপতি অ্যাডভোকেট সুশীতল দেব, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মনোজিত লাল দাশ, অ্যাডভোকেট মো. ফয়সল আহমদ চৌধুরী, অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেত্রী এনি মনি দাস, বাসদ (মার্ক্সবাদী) জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম, সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মোহাম্মদ প্রমুখ।

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক