হোম > সারা দেশ > হবিগঞ্জ

ঋণ শোধ করতে পারছিলেন না স্বামী, ‘নিজের পেটে ছুরি মেরে’ আহত নারীর মৃত্যু

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিজের পেটে ছুরি মেরে আহত নারী মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত তাসলিমা আক্তার (২২) উপজেলার নূরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁনপুর গ্রামের কুরবান আলীর স্ত্রী। 

স্থানীয় ইউপি সদস্য মো. দুদু মিয়া বলেন, ‘আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। গতকাল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’ 

স্থানীয় বাসিন্দারা জানান, স্বামী কুরবান আলীকে তাঁর শ্বশুর সুদে টাকা ধার এনে দিলে সেই টাকা পরিশোধ করতে পারছিলেন না কুরবান। এ নিয়ে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে কুরবানের সঙ্গে তাসলিমা আক্তারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাসলিমা ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন। প্রতিবেশীরা তাৎক্ষণিক হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। তাসলিমা আক্তারের দুটি ছেলেসন্তান রয়েছে। বড় ছেলে ৩ বছরের এবং ছোট ছেলে ৮ মাসের। 

স্থানীয় মহিলা মেম্বার শাহেলা আক্তার বলেন, ‘আমি শুনেছি। এখন পর্যন্ত প্রকৃত ঘটনা আমার জানা নেই। এ ছাড়া পরিবারের লোকজন কেউই বাড়িতে না থাকায় বিষয়টি পরিষ্কার হওয়া যাচ্ছে না।’ 

নিহত নারীর স্বামী কুরবান আলীর সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে কল করা হলে তাঁকে পাওয়া যায়নি। 

শায়েস্তাগঞ্জ থানার ওসি শেখ নাজমুল হক কামাল জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সর্বশেষ জানা যায়, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার