হোম > সারা দেশ > হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে ট্রাক্টরচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধ 

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়কে গাছ ফেলে প্রায় এক ঘণ্টা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক অবরোধ করে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

আজ বুধবার সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগৎপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম হান্নান মিয়া (২৫)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণচর গ্রামের আব্দুর রশিদের ছেলে। 

স্থানীয়রা জানান, আজ সকালে জগৎপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামেন হান্নান মিয়া। পরে তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মাটিবাহী একটি দ্রুতগামী ট্রাক্টর তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করে। 

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আরিফউজ্জামান আরিফ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসছি।’

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এখন সড়কে যান চলাচলও স্বাভাবিক আছে। 

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার