হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে অব্যাহত চুরি, প্রতিবাদে ৪ ঘণ্টা সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক চুরির প্রতিবাদে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এ সময় সড়কে প্রায় ৪ ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। 

আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শহরের প্রধান সড়ক টাউন হল এলাকায় রাস্তায় বসে অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। ফলে প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শহরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। 

ব্যবসায়ীরা জানান, ইদানীং শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘনঘন চুরির ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে একাধিক মামলা দায়ের করা হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি পুলিশ। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের টাউন হল এলাকার মোবাইল ফোনের ব্যবসা প্রতিষ্ঠান গেজেট হবিগঞ্জে চুরি হয়। চোরেরা নগদ টাকা, মোবাইলসহ ৩ লাখ টাকার মালামাল চুরি করে নিজে যায়। 

ব্যবসায়ীরাই অভিযোগ করে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে চুরির সংঘটিত হলেও পুলিশ কোনো ভূমিকা পালন করছে না। ফলে বাধ্য হয়েই ব্যবসায়ীরা রাস্তায় নেমেছেন। 

গেজেট হবিগঞ্জ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আরাফাত চৌধুরী বলেন, ‘আমার দোকান এখন পর্যন্ত তিনবার চুরি হয়েছে। একটি ব্যবসা প্রতিষ্ঠানে যদি ৩ বার চুরি হয়, তাহলে আর কীভাবে আমার ব্যবসায় করব।’ 

আরাফাত চৌধুরী বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের এই অবরোধ নিয়ে মশকরা করে বলেন, ‘‘ওরা যখন ক্লান্ত হবে এমনিতেই রাস্তা ছেড়ে চলে যাবে।’’’ এসব চুরি বন্ধ ও এমন পুলিশ কর্মকর্তা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের অপসারণের দাবি জানান তিনি। 

হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর দেওয়ান জানান, এ পর্যন্ত গেজেট হবিগঞ্জ ব্যবসায় প্রতিষ্ঠানটিতে তিনবার চুরি হয়েছে। পুলিশ কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়াতে শহর জুড়ে চুরি বেড়েছে। তিনি বলেন, ‘রোজাদার ব্যবসায়ী ও সাধারণ জনগণের কথা চিন্তা করে আমাদের আজকের মতো অবরোধ স্থগিত করা হয়েছে। একই স্থানে আগামীকাল দুপুর ১২টা থেকে আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে।’ 

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাত্রিকালীন আমাদের পুলিশি টহল জোরদার রয়েছে, চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোরদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত