করোনা সংক্রমণ রোধে সাত দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে আজ শুক্রবার হবিগঞ্জে ১০৮ জনের বিরুদ্ধে মামলা করে ৫৭ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, কঠোর লকডাউন সফল করতে পুলিশ ও সেনাবাহিনীকে নিয়ে প্রশাসনের ১৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গণপরিবহনে যাত্রী পরিবহন, ব্যবসাপ্রতিষ্ঠান খোলা, অকারণে বাইরে ঘোরাফেরা করা এবং মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধে ১০৮ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। তাঁদের কাছ থেকে আদায় করা হয় ৫৭ হাজার ২৫০ টাকা জরিমানা।
সরেজমিনে হবিগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আজ শুক্রবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তায় তেমন জনসমাগম ছিল না। তবে দুপুরের দিকে বৃষ্টি কমে এলে অনেকেই নানান প্রয়োজনে বাইরে বের হন।
গতকাল বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিনের মতো আজ শুক্রবার লকডাউনের দ্বিতীয় দিনেও শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী মোতায়েন ছিল।