হোম > সারা দেশ > হবিগঞ্জ

উপহারের গাড়ি গরিবদের চিকিৎসায় ব্যবহৃত হবে, বললেন হিরো আলম

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শিক্ষক এম মখলিছুর রহমানের কাছ থেকে উপহারের গাড়ি গ্রহণ করে তা গরিব রোগীদের চিকিৎসার কাজে ব্যবহারের ঘোষণা দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, ‘আমার গাড়ি আছে। তাই এই গাড়ি গরিব রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা হবে।’ 

আজ মঙ্গলবার দুপুরে গাড়ি গ্রহণ করতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে পৌঁছান তিনি। তাঁকে দেখতে নানা বয়সী মানুষ ভিড় করেন। পরে মখলিছুর রহমানের বাড়িতে গাড়ি উপহার দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে যোগ দেন তিনি। এ সময় গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র হিরো আলমের হাতে তুলে দেন মখলিছুর রহমান।

হিরো আলম বলেন, ‘সিলেটের মানুষ কথা দিলে কথা রাখে। তা আজ এম মখলিছুর রহমান প্রমাণ করেছেন। ভালোবাসতে গেলে একটা মন লাগে। কারোর টাকা আছে মন নেই; আবার কারো মন আছে টাকা নেই। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, মখলিছুর রহমান গাড়ি উপহার দেবেন। অনেকে তাঁর লাইভ দেখে গালিগালাজও করেছেন।

‘দেশ-বিদেশ অনেকে আমাকে বলেছেন, ভালোবেসে কেউ কোনো কিছু উপহার দিলে নিতে হয়। তাই এ ভালোবাসার জিনিসটা ভালো কাজে ব্যবহার করা হবে।’ 

শিক্ষক এম মখলিছুর রহমান বলেন, ‘হিরো আলম বাংলার বাঘ। বগুড়ায় দুটি আসনে নির্বাচনের সময় ফেসবুকে এই বাংলার নায়ক হিরো আলমকে সিলেটবাসীর পক্ষ থেকে ছোট্ট উপহার হিসেবে ফেসবুকে নোয়াহ্ গাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। আজ আমার বাড়িতে হিরো আলমকে দাওয়াত দিয়ে গাড়ির চাবি বুঝিয়ে দিলাম।’ 

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত