হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে নিখোঁজ যুবকের লাশ মিলল চা-বাগানের মাটি খুঁড়ে

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে লাশ মাটিচাপা দেওয়ার জায়গা দেখিয়ে দিচ্ছেন অভিযুক্ত ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের মাধবপুর থেকে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ মিলেছে চুনারুঘাটের কাপাইছড়া চা-বাগানের মাটির নিচে।

পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাগানের ৯ নম্বর টিলায় মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে। নিহত লিটন মিয়া (৩৮) মাধবপুরের গোয়াছনগর গ্রামের ছায়েদ আলীর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, লিটন ৩ এপ্রিল জ্বালানি কাঠ সংগ্রহের উদ্দেশ্যে সাতছড়ি বন এলাকায় গিয়ে নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে গতকাল চুনারুঘাট থানায় বিষয়টি জানানো হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলমের নেতৃত্বে পরে এ ব্যাপারে তদন্ত করে প্রমোদ রিকমন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কাপাইছড়া চা-বাগানের বাসিন্দা। প্রমোদ পুলিশের কাছে জানান, তাঁর ১০টি গরু চুরি করার সন্দেহে ৩ এপ্রিল সন্ধ্যায় লিটনকে পাঁচজন মিলে আটক করে মারধর করেন। একপর্যায়ে মাথায় আঘাত লেগে তিনি মারা যান। পরে তাঁরা মরদেহটি মাটিচাপা দেন। প্রমোদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ গতকাল রাতে চা-বাগানের নির্দিষ্ট টিলায় গিয়ে মাটি খুঁড়ে লিটনের লাশ উদ্ধার করে।

মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালিমুল হক আজকের পত্রিকাকে বলেন, একজনকে আটক করে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক