হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে শূকরের আক্রমণে নারীসহ আহত ২

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলায় বন্য শূকরের আক্রমণে নারীসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর একজনকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শূকরটিকে গ্রামের লোকজন মেরে ফেলেছেন। আজ রোববার দুপুরে উপজেলার রাজিউড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

শূকরের আক্রমণে তিনজন আহত হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান। তিনি বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত ব্যক্তিরা হলেন দক্ষিণ রাজিউড়া গ্রামের জাকির হোসেন (৪০) ও মাহমুদা খাতুন (৫৫)। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে জাকির হোসেন একটি খেতে কাজ করছিলেন। এ সময় একটি বন্য শূকর ঝোপের ভেতর দিয়ে বের হয়ে তাঁর ওপর আক্রমণ করে। তাঁকে উদ্ধার করার সময় মাহমুদা আহত হন। 

গুরুতর অবস্থায় জাকির হোসেনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (ওমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত নারীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সময় গ্রামের লোকজন শূকরটিকে পিটিয়ে মেরে ফেলেন বলে জানায় পুলিশ।

হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

হবিগঞ্জে মধ্যরাতে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে পরিকল্পিত হত্যা

পাচারের অর্থ আনার ক্ষমতা ‘এনজিও-নির্ভর’ সরকারের নেই: রেজা কিবরিয়া

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল পিকআপ ভ্যান, চালক নিহত

হবিগঞ্জে মোবাইল বিক্রি নিয়ে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে বাড়ির পাশের জমি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে ‘হত্যা’

হবিগঞ্জ সদর হাসপাতাল: মাংস বরাদ্দ ১৭০ গ্রাম, রোগীর পাতে যায় মাত্র ৭০ গ্রাম

নির্বাচনে ভালো মানুষ বাছাই না করলে দুর্নীতি বাড়বে: দুদক চেয়ারম্যান

হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

হবিগঞ্জে সওজের দেড় শতক জমি দখলমুক্ত