হোম > সারা দেশ > হবিগঞ্জ

বানিয়াচংয়ের তিন ইউনিয়নে ৪ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউপি নির্বাচনে ৩টি ইউনিয়নে ৪ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের ইউপি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ধার্যকৃত দিন ছিল। অবৈধদের মধ্যে ২ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন সাধারণ ইউপি সদস্য প্রার্থী রয়েছেন। 

সংশ্লিষ্ট রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়া প্রবাস থেকে লোক মারফত মনোনয়নপত্র জমাদান করেছেন। এ ক্ষেত্রে আইনের দিকনির্দেশনা লঙ্ঘন করেছেন। এ জন্য তাঁর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। 

অপরদিকে, ৯ নম্বর পুকড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদল হওয়ার কারণে নান্নু মিয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য প্রার্থী ফারুক মিয়ার জমাকৃত চালানের কপিতে সমস্যা থাকার কারণে তাঁর মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে। 

১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মিজানুর রহমানের বয়স ২৩ বছর ১০ মাস ২৩ দিন হওয়ার কারণে তাঁর মনোনয়নপত্রটিও বৈধ নয় বলে ঘোষণা করা হয়েছে। 

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা