হোম > সারা দেশ > হবিগঞ্জ

বানিয়াচংয়ের তিন ইউনিয়নে ৪ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউপি নির্বাচনে ৩টি ইউনিয়নে ৪ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের ইউপি নির্বাচনের প্রার্থী বাছাইয়ের ধার্যকৃত দিন ছিল। অবৈধদের মধ্যে ২ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন সাধারণ ইউপি সদস্য প্রার্থী রয়েছেন। 

সংশ্লিষ্ট রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সেলিম মিয়া প্রবাস থেকে লোক মারফত মনোনয়নপত্র জমাদান করেছেন। এ ক্ষেত্রে আইনের দিকনির্দেশনা লঙ্ঘন করেছেন। এ জন্য তাঁর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। 

অপরদিকে, ৯ নম্বর পুকড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদল হওয়ার কারণে নান্নু মিয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য প্রার্থী ফারুক মিয়ার জমাকৃত চালানের কপিতে সমস্যা থাকার কারণে তাঁর মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে। 

১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মিজানুর রহমানের বয়স ২৩ বছর ১০ মাস ২৩ দিন হওয়ার কারণে তাঁর মনোনয়নপত্রটিও বৈধ নয় বলে ঘোষণা করা হয়েছে। 

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার