হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুরের পাহাড়ি এলাকার একটি গর্ত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট মাঝপাড়া এলাকার একটি গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট মাঝপাড়া এলাকার একটি গর্তে এক নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সোহাগ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, শিশুটির বয়স তিন-চার দিন।
নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, সদরঘাট মাঝপাড়া এলাকার একটি গর্ত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।