হোম > সারা দেশ > হবিগঞ্জ

কথা রাখলেন ব্যারিস্টার সুমন, শপথ নিয়েই নেমেছেন খোয়াই নদী উদ্ধারে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুয়ায়ী শপথ করে ঢাকা থেকে এলাকায় ফিরেই চুনারুঘাট পৌরসভার মরা নদীতে পরিষ্কারের কাজ চালাচ্ছেন। আজ শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের নিয়ে তিনি পরিষ্কারের কাজ শুরু করেন। 

সরেজমিনে দেখা গেছে, এলাকাবাসী এবং দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত ‘বিডি ক্লিনের’ সদস্যরা ওই কাজটিতে অংশ নিয়েছেন। সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে এ কাজের নেতৃত্ব দিচ্ছেন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সংসদ সদস্য চুনারুঘাট উপজেলা প্রশাসনের মিলনায়তনে ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়রসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে দিকনির্দেশনা ও মতবিনিময় সভা করেন। চুনারুঘাটের পৌর মেয়র মো. সাইফুল আলমকে ওই নদী পুনরুদ্ধারের কাজে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তাঁর আহ্বানে সাড়া দিয়ে পৌর মেয়র, কাউন্সিলরসহ শত শত স্বেচ্ছাসেবী নদী পরিষ্কারের কাজে নেমে পড়েন। 

চুনারুঘাট পৌর শহরের বাসিন্দা তাজুল বাহার বলেন, এর আগে নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা মরা খোয়াই নদী পরিষ্কার ও উদ্ধারের ওয়াদা দিলেও ৫০ বছরে কেউ কথা রাখেননি। ৭ জানুয়ারি সংসদ সদস্য নির্বাচিত হয়েই মাত্র দুই সপ্তাহের মধ্যেই কথা রাখলেন ব্যারিস্টার সুমন। 

ব্যারিস্টার সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে চুনারুঘাটের মরা নদীকে উদ্ধার করব। তারপর আমার আসনের মাধবপুরে সোনাই নদীর কাজে হাত দেব। ধাপে ধাপে সবই করব।’

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক