হোম > সারা দেশ > হবিগঞ্জ

জমি নিয়ে বিরোধ: বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাবনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদ মিয়া ওই গ্রামের ইছাক উল্লাহর ছেলে। খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আরাজু মিয়ার সঙ্গে একই গ্রামের মোশাহিদ মিয়াসহ তাঁর লোকজনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে আজ সকালে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ওয়াহিদ মিয়া নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

এ বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত

হবিগঞ্জে রত্না বেইলি সেতু ভেঙে ট্রাক আটকা, দুর্ভোগে যাত্রীরা

হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

হবিগঞ্জে মধ্যরাতে যুবকের লাশ উদ্ধার, পরিবার বলছে পরিকল্পিত হত্যা