হোম > সারা দেশ > হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে বিআরটিসির ট্রাক চাপায় কিশোর নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বিআরটিসির ট্রাক চাপায় আনোয়ার মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ রোববার বেলা ১২টায় শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় রাকিব মিয়া (২১) নামে এক শ্রমিক আহত হন। 

নিহত আনোয়ার মিয়া মৌলভীবাজারের শমশেরনগর উপজেলার আদিপুর গ্রামের বাতির মিয়ার ছেলে। সে শায়েস্তাগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতিতে শ্রমিক হিসেবে কাজ করত। আহত রাকিব মিয়াকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, আজ সকালে আনোয়ার মিয়াসহ কয়েকজন শ্রমিক ঠেলাগাড়ি দিয়ে বিদ্যুৎ খুঁটি নিয়ে যাচ্ছিল। এ সময় সিলেটগামী বিআরটিসির একটি ট্রাক আনোয়ারকে চাপা দেয়। এতে সে ও তার একজন সহকর্মী আহত হয়। অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। 

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার