হোম > সারা দেশ > হবিগঞ্জ

মাদকের কারবার: ঢাকার মামলায় ৬ বছর পর বাহুবলে গ্রেপ্তার আসামি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের ছেলে সৈয়দ ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাহুবল বাজার থেকে মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। সৈয়দ ইসলাম উপজেলার লোহাখলা গ্রামের বাসিন্দা। 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, সৈয়দ ইসলামের বিরুদ্ধে ২০১৬ সালে ঢাকার কোতোয়ালি থানায় মাদক চোরাকারবারের অভিযোগে একটি মামলা দায়ের হয়। এই মামলায় তাঁর বিরুদ্ধে ইয়াবা বড়ির ব্যবসার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি পলাতক ছিলেন।

ওসি বলেন, ‘সৈয়দ ইসলামের নিজের এলাকায়, অর্থাৎ বাহুবলে মাদক চোরাকারবারে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারের পরপরই তাঁকে আদালত পাঠানো হয়েছে।’ 

তবে এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের দাবি, তাঁর ছেলেকে মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দ ইসলামের সঙ্গে তাঁর বড় ভাইয়ের মারামারির ঘটনায় এই মামলা দায়ের করা হয়। 

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, ছিটকে পড়ে নিহত ১

হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

খাঞ্জা বিল দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০

পরকীয়ার সন্দেহে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হবিগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত