হোম > সারা দেশ > হবিগঞ্জ

মাদকের কারবার: ঢাকার মামলায় ৬ বছর পর বাহুবলে গ্রেপ্তার আসামি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের ছেলে সৈয়দ ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাহুবল বাজার থেকে মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। সৈয়দ ইসলাম উপজেলার লোহাখলা গ্রামের বাসিন্দা। 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, সৈয়দ ইসলামের বিরুদ্ধে ২০১৬ সালে ঢাকার কোতোয়ালি থানায় মাদক চোরাকারবারের অভিযোগে একটি মামলা দায়ের হয়। এই মামলায় তাঁর বিরুদ্ধে ইয়াবা বড়ির ব্যবসার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি পলাতক ছিলেন।

ওসি বলেন, ‘সৈয়দ ইসলামের নিজের এলাকায়, অর্থাৎ বাহুবলে মাদক চোরাকারবারে তাঁর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারের পরপরই তাঁকে আদালত পাঠানো হয়েছে।’ 

তবে এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমানের দাবি, তাঁর ছেলেকে মারামারির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দ ইসলামের সঙ্গে তাঁর বড় ভাইয়ের মারামারির ঘটনায় এই মামলা দায়ের করা হয়। 

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর