হোম > সারা দেশ > হবিগঞ্জ

ভাত খেতে বসা মা ছেলের কোপে ক্ষতবিক্ষত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 

অভিযুক্ত ছেলে তানভীর আহমদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের নবীগঞ্জে এক যুবক তাঁর মাকে কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে পৌরসভার হাসপাতাল রোডের শান্তিপাড়ার বাসায় এ ঘটনা ঘটে।

আহত নারীর নাম রাহেনা বেগম (৬০)। তিনি কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের জুনেদ আহমদ চৌধুরীর স্ত্রী। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে তানভীর আহমেদ চৌধুরীকে (৩২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাহেনা দীর্ঘদিন ধরে ছেলেকে নিয়ে শান্তিপাড়ার বাসায় বাস করে আসছেন। তিনি শুক্রবার রাত ৯টার দিকে ভাত খেতে বসলে হঠাৎ ছেলে তানভীর তাঁকে দা দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করেন। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পরিবারের সদস্যরা পরে রাহেনাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেটে পাঠান। অন্যদিকে নবীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তানভীরকে আটক করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার খবর পেয়ে অভিযুক্ত তানভীর আহমেদ চৌধুরীকে আটক এবং হামলায় ব্যবহৃত দা জব্দ করা হয়েছে।’

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার

হবিগঞ্জে কৃষিজমির টপসয়েল কেটে অবাধে বিক্রি, পরিবেশ ও উৎপাদন হুমকিতে

হাদি হত্যা: হবিগঞ্জে পত্রিকা অফিসে হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর

হবিগঞ্জে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক