হবিগঞ্জের বাহুবলে ওভারটেক করতে গিয়ে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাগানবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁদের সিলেটে পাঠানো হয়েছে।
আহত কয়েক বাসযাত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে যায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস। এ সময় এনা পরিবহনের বাসের ধাক্কায় বিরতিহীন বাসটি উল্টে যায়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে হতাহতদের উদ্ধারের চেষ্টা করছে।
হবিগঞ্জ হাসপাতাল সূত্র জানায়, পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং ৩৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।’