হোম > সারা দেশ > হবিগঞ্জ

বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নিহত সাদিকুর রহমান সাদিক। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সাদিকুর রহমান সাদিক নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের বাসিন্দা। তিনি নবীগঞ্জ বাজারের মক্কী টেইলার্সের স্বত্বাধিকারী।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। তিনি বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থল বানিয়াচং থানা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সাদিকুর রহমান মোটরসাইকেলে করে তাবলিগ জামাতের এক সহকর্মীকে এলাকায় পৌঁছে দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের সন্দলপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে সড়কে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান সাদিক।

স্থানীয় লোকজন সাদিককে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাদিকের স্ত্রী ও তিন সন্তান রয়েছেন।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার