হবিগঞ্জের মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে একটি বন্দুক, গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। রোববার (১ জুন) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযান চালানো হয় মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামে। অভিযানে লক্ষ্য ছিল ফুয়াদ হাসান সাকিব নামের এক অস্ত্র ও মাদক ব্যবসায়ী। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
পরে তাঁর ভাগনে মাজহারুল ইসলাম রাব্বির বাড়িতে তল্লাশি চালিয়ে বাথরুমের ওপর থেকে একটি এসএমকে-বি২ (SMK B2) মডেলের বন্দুক, তিনটি গুলি এবং ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় রাব্বিও সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যান। তিনি ওই গ্রামের জোনাব আলীর ছেলে।
উদ্ধারকৃত অস্ত্র ও মাদক মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার কাছে হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযানটির সত্যতা নিশ্চিত করেছেন।