হোম > সারা দেশ > হবিগঞ্জ

শবে বরাত নিয়ে কটূক্তির অভিযোগে হবিগঞ্জ আদালতে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি

পবিত্র শবে বরাত নিয়ে কটূক্তির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিনের আদালতে মামলাটি করেন বাহুবল উপজেলার বশিনা গ্রামের সৈয়দ মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি।

মামলার আসামিরা হলেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ও রবিউল ইসলাম বোরহান।

বিচারক মামলার শুনানি ও জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান। আসামি আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ঢাকার ইহইয়া-উস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, অপর আসামি রবিউল ইসলাম বোরহান সালাফি মানহাজ ইউটিউব চ্যানেলের অ্যাডমিন।

বাদীপক্ষের আইনজীবী সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ বলেন, ১ নম্বর আসামি আকরামুজ্জামান বিন আব্দুস সালাম ঢাকার একটি মসজিদের খুতবায় ১৪ শাবান তথা শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। ১ নম্বর আসামির এই বক্তব্য ২ নম্বর আসামি রবিউল ইসলাম বোরহান তাঁর ইউটিউব চ্যানেলে প্রচার করেন।

জাদিল উদ্দিন আহমেদ আরও বলেন, আকরামুজ্জামান বিন আব্দুস সালামের এই বক্তব্যের মাধ্যমে বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান শবে বরাতকে অবমাননার মাধ্যমে বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। আসামিরা ইচ্ছাকৃতভাবে এই অপরাধ করেছেন। তাই তাঁদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

প্রবাসীর বাড়ি থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরীর ৩১ ভরি স্বর্ণ, স্ত্রীর নামে কিছুই নেই

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে ইসলামী ফ্রন্টের প্রার্থী সরওয়ারকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীর জামিন

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—ওসিকে বৈষম্যবিরোধী ছাত্রনেতার হুমকি

হবিগঞ্জের চুনারুঘাটে দেশীয় পিস্তল ও কার্তুজ উদ্ধার